একটানা বৃষ্টির জেরে নেপালের বিভিন্ন স্থানে ভূমিধসে রাস্তা অবরুদ্ধ হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে যান চলাচল। পশ্চিমাঞ্চলের বুধাবাগার, সান্ফেবাগার-মার্তাদি সড়কে ধ্বস নামায় যাত্রীবাহী বাস আটকে পড়েছে। কালিকটের গগনেখোলায় কর্ণালী হাইওয়েও অবরুদ্ধ।
বন্যায় চারশোরও বেশি ঘরবাড়ি এখন জলমগ্ন। নেপাল পুলিশ জানিয়েছে, একাধিক সেতু, স্কুল ও সরকারি অফিসেও জল ঢুকেছে। চলতি বছরের জুন থেকে এ পর্যন্ত দুর্যোগের কারণে ছহাজারের বেশি পরিবার বাস্তুচ্যুত হয়েছে।