একই নম্বরের EPIC থাকলেই সেটিকে নকল বা ভুয়ো হিসেবে চিহ্নিত করা যায় না বলে নির্বাচন কমিশন স্পষ্ট জানিয়েছে। এসংক্রান্ত বেশকিছু মিডিয়া রিপোর্টের ভিত্তিতে এক বিজ্ঞপ্তিতে নির্বাচন কমিশন জানিয়েছে দুটি ভিন্ন রাজ্যের ভোটারদের EPIC নম্বর এক হতেই পারে। তার অর্থ সেই ভোটদাতা ভুয়ো এমন নয়। EPIC নম্বর অভিন্ন হলেও ভোটদাতার অন্যান্য তথ্য যেমন ব্যক্তিগত বিবরণ, বিধানসভা নির্বাচনী এলাকা, পোলিং বুথ – ইত্যাদি আলাদা হবে। ভোটদাতারা কেবল নিজের রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের নির্দিষ্ট নির্বাচনী কেন্দ্রে পোলিং স্টেশনেই ভোট দিতে পারবেন, অন্য কোথাও নয়।
কমিশন আরও জানিয়েছে, সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে ভোটার তালিকার ডাটাবেস ERONET প্ল্যাটফর্মে স্থানান্তর করার আগে, ভোটদাতাদের এপিক নম্বর বরাদ্দ সময় বিকেন্দ্রিকৃত ও ম্যানুয়াল পদ্ধতি অনুসরণ করার ফলেই এই ঘটনা ঘটে থাকতে পারে। বেশকিছু রাজ্য নির্বাচনী আধিকারিকের দফতর একই EPIC আলফানিউমেরিক সিরিজ ব্যবহার করার ফলে ভোটারদের অভিন্ন EPIC নম্বর হওয়ার সম্ভাবনা থেকে গেছে।
কমিশন সিদ্ধান্ত নিয়েছে, একইরকম EPIC নম্বর পাওয়ার গেলে একটি অভিন্ন নম্বর বরাদ্দ করে সেটি সংশোধন করা হবে। এই প্রক্রিয়ায় সহায়তা জন্য ERONET 2.0 প্ল্যাটফর্ম আপডেট করা হবে।