এইডস রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে আজ বিশ্ব এইডস দিবস পালিত হচ্ছে। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জে পি নাড্ডা আজ মধ্যপ্রদেশের ইন্দোরে এই উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মোহন যাদব। এবছর বিশ্ব এইডস দিবসে সচেতনতা বৃদ্ধি, চিকিত্সার অধিকার এবং এইডস আক্রান্তদের বিরুদ্ধে বৈষম্য দূরীকরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। এবারের মূল ভাবনা হল অধিকারের পথে চলা।
উল্লেখ্য, ন্যাশানাল এইডস কন্ট্রোল অর্গানাইজেশন ১৯৯২ সাল থেকে প্রতি বছর পয়লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালন করে আসছে।