জাতীয় রাজধানী অঞ্চল-দিল্লি থেকে দেশের বিভিন্ন প্রান্তে ২২টি উৎসব স্পেশাল ট্রেন চালাচ্ছে ভারতীয় রেল। এর মধ্যে রয়েছে সহরসা, জয়নগর, পাটনা, মুজফফরপুর, গোরক্ষপুর, দ্বারভাঙা, সেকেন্দ্রাবাদ এবং মালদা টাউনে। রেলের তরফে জানানো হয়েছে, ছট পুজোর সময় যাত্রী ভিড় সামাল দিতে ৮ তারিখ পর্যন্ত ১৪৫টি অতিরিক্ত বিশেষ ট্রেন চালানো হচ্ছে।
উৎসবের মরসুমের কথা মাথায় রেখে গত মাসের পয়লা থেকে চলতি মাসের ৩০ তারিখ পর্যন্ত প্রায় সাত হাজার বিশেষ ট্রেন চালানো হচ্ছে। এই সময়কালে এক কোটিরও বেশি যাত্রী বহন করবে রেল।