উৎপাদক ও গ্রাহক রাজ্যগুলির মধ্যে বিভিন্ন কৃষি পণ্যের দামের পার্থক্য কমাতে কেন্দ্রীয় সরকার পরিবহন এবং স্টোরেজের ব্যায় বহন করবে বলে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যান মন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন। বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের কৃষি মন্ত্রীদের সঙ্গে আজ নতুন দিল্লিতে এক পর্যালোচনা বৈঠকে শ্রী চৌহান বলেন কৃষি ক্ষেত্রে বৃদ্ধির হার ৩.৫ থেকে ৪ শতাংশ হবার সম্ভাবনা রয়েছে। তিনি জানান প্রধানমন্ত্রী কিষন সম্মান নিধি প্রকল্পের অধীনে দেশের ১১ কোটি কৃষককে ৩ কোটি ৪৬ লক্ষ টাকা দেওয়া হয়েছে।
শ্রী চৌহান বলেন কৃষির উন্নয়নে সরকার একাধিক ব্যবস্থা নিয়েছে। এর মধ্যে কম সুদে কৃষকদের জন্য ঋণের ব্যবস্থা করা হয়েছে। রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার এর ফলে কৃষি জমির ক্ষতির মোকাবিলায় প্রাকৃতিক পদ্ধতিতে চাষবাসকে উৎসাহ দেওয়া হচ্ছে।