উরুগুয়ের মন্টিভিডিওতে গত সোমবার ভারত ও উরুগুয়ের মধ্যে বিদেশ দপ্তর পরামর্শ সংক্রান্ত ষষ্ঠ রাউন্ডের বৈঠক অনুষ্ঠিত হয়। উভয় পক্ষ, দ্বিপাক্ষিক সম্পর্কের উন্নতির পাশপাশি বাণিজ্য, বিনিয়োগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, রেল, আয়ুর্বেদ, যোগা, স্বাস্থ্য ও ঔষধ সহ নতুন ক্ষেত্রগুলিতে সহযোগিতা আরো বৃদ্ধির বিষয়ে মতবিনিময় করেছেন। পরস্পর স্বার্থ সংশ্লিষ্ট আন্তর্জাতিক ও আঞ্চলিক বিষয় নিয়েও তাদের মধ্যে কথা হয়।
ভারতীয় প্রতিনিধিদের মধ্যে নেতৃত্ব দেন পূর্বাঞ্চলীয় সচিব জয়দীপ মজুমদার। অন্যদিকে, উরুগুয়ে প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন উপবিদেশমন্ত্রী নিকোলাস আলবার্তোনি। পরে দুই দেশের মধ্যে একটি সমঝোতা পত্র’ও স্বাক্ষরিত হয়।