মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

August 30, 2024 10:12 PM

printer

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নারীদের অংশগ্রহণ ছাড়া ভারত উন্নত দেশ হতে পারবে না।

উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, নারীদের অংশগ্রহণ ছাড়া ভারত উন্নত দেশ হতে পারবে না। তিনি আজ দিল্লি বিশ্ববিদ্যালয়ের ভারতী কলেজে বিকশিত ভারতে মহিলাদের ভূমিকা” শীর্ষক একটি অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন। তিনি বলেন, বিকশিত ভারত তৈরিতে মহিলারা সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ।মহিলাদের শক্তি এবং প্রতিভা রয়েছে। তাই তাদের সর্বোত্তম অংশগ্রহণের জন্য একটি উপযুক্ত পরিবেশ তৈরি করা আবশ্যক।
উপ-রাষ্ট্রপতি মহিলাদের নেতৃত্বে ক্ষমতায়নের উপরও জোর দেন। কলকাতার ধর্ষণ ও খুনের ঘটনায় বেদনা প্রকাশ করে তিনি বলেন, যেখানে নারী ও মেয়েরা নিরাপদ বোধ করে না, সেই সমাজ সভ্য সমাজ নয়। তিনি সহিংসতার এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার প্রতিরোধে জিরো টলোরেন্স ব্যাবস্থা তৈরি করার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন