উপাচার্য ও তাঁর প্রশাসনের পক্ষপাতদুষ্ট, অস্বচ্ছ মনোভাবই যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বর্তমান সংকটজনক পরিস্থিতির জন্য দায়ী বলে অধ্যাপক সংগঠন ABUTA মনে করে। সংগঠনের তরফে গতকাল এক বিবৃতিতে প্রশাসন ও শিক্ষক সংগঠনগুলির সভার যৌথ সিদ্ধান্ত এখনো প্রশাসন প্রকাশ্যে নিয়ে আসেনি কেন সেই প্রশ্ন তোলা হয়েছে।
এদিকে, শিক্ষাঙ্গনে নৈরাজ্য এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় চত্ত্বরে বিশৃঙ্খলার প্রতিবাদে বিজেপি গতকাল দক্ষিণ কলকাতায় ধিক্কার মিছিল বের করে। মিছিলে অংশ নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বামফ্রন্ট ও তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সোচ্চার হয়ে বলেন, বিজেপি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো ঘটনা কখনোই বরদাস্ত করবে না। ১৬ তারিখে যাদবপুরে বিজেপি-র পক্ষ থেকে নাগরিক কনভেনশন করা হবে বলেও তিনি জানান।
রাজ্যে তৃণমূল কংগ্রেসের তৈরি ভয় ও সন্ত্রাসের বাতাবরণ ধীরে ধীরে ভাঙছে বলে CPIM রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম মন্তব্য করেছেন। গতকাল যাদবপুর কাণ্ডের প্রতিবাদে এবং অভয়ার জন্য ন্যায় বিচার সহ একাধিক দাবিতে নাগরিক মঞ্চের এক মিছিলে যোগ দিয়ে তিনি একথা বলেন।
দক্ষিণ কলকাতার হাজরা এবং ধর্মতলা থেকে দু’টি মিছিল শুরু হয়ে রবীন্দ্রসদন পর্যন্ত যায়।