উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, শিক্ষাই সমাজের ভালো ও মন্দের মধ্যে পার্থক্য করতে শেখায় এবং শিক্ষার মাধ্যমেই সমাজ বদল সম্ভব। উত্তরপ্রদেশের গোরক্ষপুরে গতকাল সৈনিক স্কুলের উদ্বোধন করে ভাষণ দেবার সময়, চিতরগড় সৈনিক স্কুলের প্রাক্তন ছাত্র হিসেবে নিজের পরিচয় দেন তিনি।
নবনির্মিত সৈনিক স্কুলের উন্নত পরিকাঠামোর বিষয়ে তুলে ধরে উপরাষ্ট্রপতি বলেন,এখান সবরকমের প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে।
অনুষ্ঠানে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ উপস্থিত ছিলেন।
পরে চিত্রকূটের জগৎগুরু রাম ভদ্রাচার্য দিব্যংগ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত “আধুনিক জীবনে ঋষি ঐতিহ্য” শীর্ষক দুই দিন ব্যাপী জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপরাষ্ট্রপতি।