উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় একদিনের সফরে আজ উত্তরপ্রদেশে। এরপর তিনি মধ্যপ্রদেশেও যাবেন। উত্তরপ্রদেশে, শ্রী ধনখড় গোরখপুর জেলায় একটি নতুন সৈনিক স্কুলের উদ্বোধন করেন৷
পরে চিত্রকূটের জগদগুরু রামভদ্রাচার্য দিব্যাংগ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের আয়োজিত ‘আধুনিক জীবনে ঋষি ঐতিহ্য’ শীর্ষক দুই দিনব্যাপী জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপরাষ্ট্রপতি।
তিনি মধ্যপ্রদেশের সাতনার চিত্রকুটে দীনদয়াল রিসার্চ ইনস্টিটিউটে নানাজি দেশমুখের মূর্তিতে শ্রদ্ধারঘ নিবেদন করবেন ।