মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 15, 2025 10:39 AM

printer

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক দিনের সফরে কাটরায় শ্রী মাতা বৈষ্ণো দেবী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করবেন

উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ জম্মুতে এক দিনের সফরে কাটরায় শ্রী মাতা বৈষ্ণো দেবী বিশ্ববিদ্যালয়ের দশম সমাবর্তনে প্রধান অতিথি হিসেবে সভাপতিত্ব করবেন। আকাশবাণী জম্মু সংবাদদাতা জানিয়েছেন যে উপরাষ্ট্রপতি রিয়াসি জেলার ত্রিকুটা পাহাড়ের চূড়ায় অবস্থিত মাতা বৈষ্ণো দেবী মন্দির এবং ভৈরঞ্জি মন্দিরেও প্রার্থনা করবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন