উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন, কোন দেশ ই উন্নয়নের পথে এগোতে পারবে না,যতক্ষণ না সেই দেশের নাগরিক জাতীয়তাবাদে গভীরভাবে উদ্বুদ্ধ হতে পারবে। দিল্লিতে আজ এনসিসি রিপাবলিক ডে ক্যাম্পে এক অনুষ্ঠানে তিনি বলেন, ভারতের উন্নয়নের জন্য প্রয়োজন জাতীয়তাবাদ, সংগঠন এবং ‘দেশ প্রথম’ এই মনোভাব। জাতির রূপান্তর মূলত ৫ টি প্রধান স্তম্ভের উপর নির্ভর করে, সামাজিক সংহতি, তৃণমূল স্তরে দেশপ্রেমের মূল্য বোঝা, পরিবেশগত সচেতনতা, আত্মবিশ্বাস এবং সামাজিক কর্তব্য।
উপরাষ্ট্রপতি এনসিসির অবদানের কথা উল্লেখ করে বলেন, এই সংগঠন শৃংখলার পাঠ দিয়ে জাতির উন্নয়নের লক্ষ্যে দেশকে আরও এগিয়ে নিয়ে যাবে।