উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় আজ সকালে নতুন দিল্লির ভারত মন্ডপম থেকে হরঘর তিরঙ্গা বাইক র্যালির সূচনা করেন। মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়াম পর্যন্ত এই Rally-তে অন্যদের মধ্যে উপস্হিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী গজেন্দ্র সিং শেখওয়াত, রামমোহন নায়ডু কিনজারাপ্পু, কিরেন রিজিজু ও মনসুখ মান্ডভিয়া। এই উপলক্ষে উপ-রাষ্ট্রপতি বলেন, ৭৫-তম স্বাধীনতা দিবসে এই হরঘর তিরঙ্গা অভিযানের সূচনা হয়েছিল। ছিল জনগণকে তাদের বাড়ি বাড়ি ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতকা উত্তোলনে উদ্বুদ্ধ করতে। এই অভিযান এখন এক আন্দোলনে পরিণত হয়েছে। দেশের কোটি কোটি মানুষ তাদের বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করছেন। বিকশিত ভারতের লক্ষে দেশের স্বাধীনতা, গৌরব ও দায়বদ্ধতার প্রতিফলন বলেও উপ-রাষ্ট্রপতি মন্তব্য করেন।
Site Admin | August 13, 2024 1:19 PM