উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় বলেছেন কৃষি, গ্রামীণ উন্নয়নের মেরুদণ্ড এবং যতক্ষণ না গ্রামীণ দৃশ্যপটে পরিবর্তন হচ্ছে, ততক্ষণ দেশ উন্নত জাতি হয়ে উঠতে পারবে না। নতুন দিল্লীতে চৌধুরী চরণ সিং পুরস্কার ২০২৪-এর প্রাপকদের সঙ্গে আলাপচারিতার সময় শ্রী ধনখড় বলেন যে ক্লাস্টার তৈরির মাধ্যমে কৃষক এবং তাদের পরিবারগুলি বিপণনের সুযোগকে কাজে লাগিয়ে স্বাবলম্বী হয়ে উঠলেই গ্রামীণ অর্থনীতি বিকশিত হতে পারে। উপরাষ্ট্রপতি গ্রামীণ উন্নয়ন, কৃষক কল্যাণ এবং অন্তর্ভুক্তিমূলক বিকাশের জন্য চৌধুরী চরন সিং এর অবদানের উপর জোর দেন।
Site Admin | December 23, 2024 11:52 AM