ধারাবাহিক প্রচেষ্টার কারণে দেশে অরহর ডালের দাম কমছে বলে উপভোক্তা বিষয়ক, খাদ্য ও গণবণ্টন মন্ত্রক জানিয়েছে। কৃষক এবং গ্রাহকদের স্বার্থের কথা ভেবেই মূল্য স্থিতিশীল রাখতে কেন্দ্র গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিচ্ছে। এই উদ্যোগের ফলেই অরহর ডালের পাইকারি মূল্য ইন্দোরে ৩ দশমিক ১/২ শতাংশ এবং দিল্লির বাজারে ১ দশমিক ০/৮ শতাংশ হ্রাস পেয়েছে। পর্যাপ্ত বৃষ্টি হলে মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, তামিলনাড়ু এবং মহারাষ্ট্রের মতো রাজ্যগুলিতে ডালের উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে।
Site Admin | July 10, 2024 9:47 PM