RBI গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, উন্নয়নের গতিপথে ভারত এক গুরুত্বপূর্ণ ইতিবাচক পরিবর্তনের মুখে রয়েছে এবং ধীরে ধীরে ৮’শতাংশ মোট অভ্যন্তরীণ উৎপাদন-GDP-র বিকাশ হারের লক্ষ্যে এগিয়ে চলেছে। মুম্বাইতে গতকাল বম্বে চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির ১৮৮-তম বার্ষিক সাধারণ বৈঠকে শ্রী দাস ভাষণ দিচ্ছিলেন। RBI গভর্নর বলেন, ভারতের বিকাশের ইতিহাস বরাবরই ছিল বহুমুখী এবং আগামী দিনেও সেই ধারা বজায় থাকবে।
তিনি বলেন, ভারতের উন্নয়নের পেছনে রয়েছে বিভিন্ন পরিকাঠামগত সংস্কার। যার পুরভাগে আছে পণ্য ও পরিষেবা কর- GST। অন্য অনেক দেশের তুলনায় এখানে GST দ্রুত স্থিতিশীলতা লাভ করেছে বলে RBI গভর্নর মন্তব্য করেন।