উন্নয়নের ক্ষেত্রে উত্তরাখন্ডের অগ্রণী উদ্যোগের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঐ রাজ্যের প্রশংসা করেছেন। আজ উত্তরাখন্ডের ২৫ –তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে জাতির উদ্দেশে এক ভার্চুয়াল ভাষণে প্রধানমন্ত্রী বলেন, রাজ্যের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আগামী ২৫ বছরে যাত্রা পথের জন্য তৈরী হওয়া দরকার। এই সময়কালেই বিকশিত ভারতের অংশ হিসাবে বিকশিত উত্তরাখন্ডের ভাবনা সফল হবে বলে প্রধানমন্ত্রী আশাপ্রকাশ করেন। ২০২৩-২৪ অর্থবর্ষে এই রাজ্য সুস্থিত উন্নয়ন লক্ষ্যমাত্রার সূচকে দেশের মধ্যে প্রথম স্থান পেয়েছে। স্টার্ট-আপ এবং সহজে ব্যবসার সুযোগের ক্ষেত্রেও উত্তরাখন্ড প্রথম সারিতে উঠে এসেছে। রাজ্যের জি ডি পি –হার এবং জি এস টি –বাবদ রাজস্ব সংগ্রহের ক্ষেত্রেও উত্তরাখন্ড অগ্রগতি ঘটিয়েছে।
Site Admin | November 9, 2024 12:22 PM