মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

September 17, 2024 9:49 PM

printer

উন্নয়ন প্রক্রিয়ায় মহিলা, কৃষক, যুবক, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সমান অংশগ্রহণের মাধ্যমে দেশ দ্রুত ‘বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন।

উন্নয়ন প্রক্রিয়ায় মহিলা, কৃষক, যুবক, দরিদ্র ও মধ্যবিত্ত শ্রেণীর মানুষের সমান অংশগ্রহণের মাধ্যমে দেশ দ্রুত ‘বিকশিত ভারতের দিকে এগিয়ে চলেছে বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। ভুবনেশ্বরের জনতা ময়দানে আজ অপরাহ্নে এক জনসভায় শ্রী মোদী বলেন, তৃতীয় দফায় ক্ষমতায় আসার পর মোদী সরকারের আজ ১০০ দিন পূর্ন হয়েছে। এই সময়কালে গৃহহীনদের জন্য ৩ কোটি পাকা বাড়ি নির্মাণ, ২৫ হাজার গ্রামে পাকা রাস্তা, মেডিকেল কলেজগুলিতে ৭৫ হাজার আসন বৃদ্ধি, সরকারি কর্মচারীদের জন্য নতুন পেনশন প্রকল্প, কৃষকদের জন্য ন্যূনতম সহায়ক মূল্য বৃদ্ধি সহ একাধিক বিষয় অনুমোদন করা হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওড়িশা সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি ‘সুভদ্রা যোজনা’ সূচনা করেন। তিনি বলেন, মহিলাদের ক্ষমতায়ন এবং আর্থিক স্বাধীনতা সুনিশ্চিত করবে এই যোজনা।  এর আওতায় ২১ থেকে ৬০ বছর বয়সী যোগ্য প্রাপকরা ৫ বছর ধরে মোট ৫০ হাজার টাকা পাবেন। ২৫ লক্ষেরও বেশি মহিলার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আজ প্রথম কিস্তি হিসেবে মোট ১ হাজার ২৫০ কোটি টাকা ছাড়া হয়েছে।

এর আগে, প্রধানমন্ত্রী ভুবনেশ্বরের গড়াকানায় বস্তি এলাকা পরিদর্শন করেন। প্রধানমন্ত্রী আবাস যোজনা-শহরাঞ্চলের আওতায় নির্মিত বাড়ির চাবি ২০ জন সুবিধাপ্রাপকের হাতে তুলে দেন তিনি।

রেলের ২ হাজার ৮০০ কোটি টাকা এবং ১ হাজার কোটি টাকারও বেশি জাতীয় মহাসড়ক প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

   ১৪টি রাজ্যে পি এম আবাস যোজনা- গ্রামীনের ১০ লক্ষ প্রাপকের জন্য ৩ হাজার ১৮০ কোটি টাকার প্রথম কিস্তিও তিনি প্রদান করেন। এই প্রকল্পের আওতায় সমীক্ষার জন্য ‘আওয়াস+ ২০২৪’ অ্যাপ এবং শহরাঞ্চলে এই প্রকল্প সংক্রান্ত গাইডলাইনেরও সূচনা করেন তিনি।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন