মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

November 30, 2024 2:07 PM

printer

উদ্যান পালন কর্মীদের হাতে শংসাপত্র যুক্ত জীবাণু মুক্ত রোপন উপাদান তুলে দিতে কেন্দ্র ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির মধ্যে আটানব্বই মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

উদ্যান পালন কর্মীদের হাতে শংসাপত্র যুক্ত জীবাণু মুক্ত রোপন উপাদান তুলে দিতে কেন্দ্র ও এশীয় উন্নয়ন ব্যাংক এডিবির মধ্যে আটানব্বই মিলিয়ন মার্কিন ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এই চুক্তির মাধ্যমে নতুন রোপণ উপাদানের সাহায্যে প্রতিকূল জলবায়ু মোকাবিলায় শস্যের উৎপাদন ও গুণমান বজায় থাকবে। ভারতে স্বচ্ছ শস্য উৎপাদন কর্মসূচির জন্য এই চুক্তিতে স্বাক্ষর করেন অর্থনৈতিকবিষয়ক দপ্তরের যুগ্ম সচিব ও এডিবির ইন্ডিয়া রেসিডেন্ট মিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক। অর্থ মন্ত্রক জানিয়েছে এই কর্মসূচি আত্মনির্ভর স্বচ্ছ শস্য কর্মসূচি , শস্য স্বাস্থ্য ব্যবস্থাপনাকে আরও মজবুত করবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন