রোগী মৃত্যুর জেরে পরিবারের হাতে ডাক্তার ও নার্সদের আক্রান্ত হওয়ার প্রতিবাদে উত্তর ২৪ পরগণার কামারহাটি সাগর দত্ত মেডিক্যাল কলেজ হাসপাতালে জুনিয়ার ডাক্তারদের কর্ম বিরতি চলছে।
এদিকে, শুক্রবারের ওই ঘটনার পর হাসপাতালের নিরাপত্তা অনেকটাই বাড়ানো হয়েছে। একজন অফিসার ও চারজন কনস্টেবল ২৪ ঘন্টা এমার্জেন্সি বিভাগের সামনে মোতায়েন থাকবেন। সব মিলিয়ে এখন নিরাপত্তার দায়িত্বে রয়েছেন ৪৪ জন পুলিশ কর্মী।
এদিন জুনিয়ার ডাক্তারদের প্রতি সমমর্মিতা জানাতে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার ও দলের নেতা কর্মীরা সাগর দত্ত হাসপাতালে গেলে বিক্ষোভ মঞ্চে ধর্নায় বসা চিকিৎসকরা প্রতিবাদ জানান। তাঁরা বলেন, অরাজনৈতিক এই মঞ্চে কোনো রাজনৈতিক ব্যক্তির উপস্থিতি কাম্য নয়। ‘গো ব্যাক’ স্লোয়ান/ও দেওয়া হয় তাঁদের উদ্দেশে।
আন্দোলনকারী চিকিৎসক ডাক্তার আকাশ রায় বলেন, হাসপাতালে ডাক্তারদের অবস্থা সম্পর্কে সহানুভূতিশীল হলে শুভঙ্করবাবুরা প্রথম দিন থেকেই আন্দোলনে সামিল হতেন।
অন্যদিকে, প্রদেশ কংগ্রেস সভাপতি বলেন, রাজনৈতিক পতাকা ছাড়াই সাধারণ নাগরিক হিসেবে তাঁরা ডাক্তারদের আন্দলনকে সমর্থন করতে এসেচজিওইলেন। তিনিও চাননা, এই নাদোলনে কোনো রাজনীতির রঙ লাগুক।
সন্ধ্যায় সাগর দত্ত হাসপাতালের জুনিয়ার চিকিৎসকরা মশাল মিছিল বের করেন।