উত্তর রেল ডিভিশন, পুণ্যার্থীদের মহাকুম্ভ মেলায় যাতায়াতের সুবিধার্থে কাটরার শ্রীমাতা বৈষ্ণোদেবী রেলওয়ে স্টেশন ও প্রয়াগ রাজের মধ্যে তিনটি বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত ঘোষণা করেছে। আকাশবাণীর জম্মুর সংবাদদাতা জানিয়েছেন প্রথম ট্রেনটি কাটরা স্টেশন থেকে আগামীকাল ভোর তিনটে ৫০ মিনিটে প্রয়াগরাজের উদ্দেশে রওনা হবে, প্রয়াগরাজ থেকে ফিরবে ২৫শে জানুয়ারি।
পরের দুটি ট্রেন ফেব্রুয়ারির ৭ ও ১৪ তারিখ কাটরা রেলস্টেশন থেকে ভোর তিনটে ৫০ মিনিটে ছেড়ে পরের সংশ্লিষ্ট দিনে ভোর চারটে ২৫ মিনিটে প্রয়াগরাজ পৌঁছবে। ফিরতি ট্রেন দুটি ফেব্রুয়ারির ৮ এবং ১৫ তারিখ প্রয়াগ রাজ থেকে সন্ধ্যে সাড়ে সাতটায় ছেড়ে পরের সংশ্লিষ্ট দিনে রাত দশটায় কাটরা পৌঁছবে।