উত্তর ভারতের বিভিন্ন রাজ্যে আজ নিয়ে দ্বিতীয় দিনেও ঘন কুয়াশায় ট্রেন ও বিমান চলাচল ব্যাহত হয়েছে। তাপমাত্রা নেমে গেছে অনেকটাই। ঘন কুয়াশা এবং খারাপ আবহাওয়ার জন্য নতুন দিল্লীর ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কম করেও ৪৫টি উড়ান বাতিল করা হয়েছে। বিমান বন্দরের আধিকারিকরা জানিয়েছেন, ২০টির মতো উড়ানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে। এর মধ্যে ১৩টি অভ্যন্তরীণ এবং ৪টি আন্তর্জাতিক উড়ান। শ্রীনগর এবং অমৃতসরে কুয়াশার জন্য দৃশ্যমানতা একেবারেই না থাকায় এই দুটি শহর অভিমুখী বিমান বাতিল হয়ে গেছে।
বিমান বন্দর কতৃপক্ষ যাত্রীদের উড়ানের সর্বশেষ খবর জানতে সংশ্লিষ্ট বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করতে বলেছেন।
রেল সূত্রে জানা গেছে, দিল্লিগামী প্রায় ৪০টি ট্রেন ৫ ঘণ্টা পর্যন্ত দেরিতে চলেছে। এর মধ্যে কালিন্দী, সম্পর্কক্রান্তি এবং শিয়ালদা-রাজধানী এক্সপ্রেস রয়েছে।