উত্তর বাংলাদেশ এবং সন্নিহিত পশ্চিমবঙ্গে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে আজ মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তরের বিজ্ঞানী অন্বেষা ভট্টাচার্য আকাশবাণীকে জানিয়েছেন, কালবৈশাখীর প্রভাবে আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ও দমকা হওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা আছে। তবে নদীয়া, হুগলী ও দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টি হতে পারে।
বর্ধমান, হুগলী সহ বিভিন্ন জেলায় সকাল থেকেই দফায় দফায় বৃষ্টি হচ্ছে। বইছে ঝোড়ো হাওয়া।
এদিকে, গত সন্ধ্যায় কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় বৃষ্টির কারণে আজ তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই নেমেছে।