উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভে বসন্ত পঞ্চমীতে আজ তৃতীয় অমৃত স্নান চলছে। মহাকুম্ভ মেলার মূল ধর্মীয় প্রথাগুলির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হল এই অমৃতস্নান। প্রথম দুটি অমৃত স্নান হয় ১৪ই জানুয়ারি মকর সংক্রান্তি এবং ২৯ শে জানুয়ারি মৌনি অমাবস্যায়। ১৩টি আখড়ার পর্যায়ক্রমে সময় নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। মহানির্বানী পঞ্চায়েতি আখড়া এবং শম্ভু পঞ্চায়েতি অটল আখড়া আজ সকালে ত্রিবেনী সংগমে প্রথম পুন্যস্নানের সুযোগ পাবে। বিপুল জন সমাগমের কথা মাথায় রেখে উত্তরপ্রদেশ সরকার নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে। আধা সামরিক বাহিনী সহ ৫০ হাজারেরও বেশি পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে। মেলা অঞ্চলে সমস্ত যানবাহন চলাচল নিষিদ্ধ করা হয়েছে। একইসঙ্গে থাকছেনা কোনো ভিআইপি জোন।
১৩ই জানুয়ারি থেকে শুরু হওয়া বিশ্বের বৃহত্তম আধ্যাত্মিক জমায়েত কুম্ভ মেলায় এপর্যন্ত ৩৫ কোটিরও বেশি পুন্যার্থী সংগমে পুন্যস্নান করেছেন।