উত্তর-পূর্ব, মধ্য এবং পূর্ব ভারতের কিছু অংশে আগামী চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। ১২ তারিখ পর্যন্ত হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, সিকিম, বিহার, অরুণাচপ্রদেশ, আসাম এবং মেঘালয়ে একই পরিস্থিতি বজায় থাকবে।
এদিকে, উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি আজ রাজ্যের কুমায়ুন অঞ্চলের বন্যা বিধ্বস্ত স্থানগুলি আকাশ ও স্থলপথে পরিদর্শন করেন। ৭ ও ৮ জুলাই ভারী বৃষ্টির দরুন উধম সিং নগর এবং চম্পাওয়াত জেলার কিছু জায়গা এখনও জলমগ্ন। উধম সিং নগরের সীতারগঞ্জ ও খাতিমা তহসিলের এক হাজার চারশোরও বেশি মানুষকে উদ্ধার করে নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এখনও পর্যন্ত ১২০ জন দুর্গত মানুষকে মোট ৬ লক্ষ টাকা সহায়তা দেওয়া হয়েছে। রাজ্যের কয়েকটি জায়গায় আগামীকাল ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর।
অন্যদিকে, প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত মুম্বাইয়ের আবহাওয়ার পরিস্থিতির আজ কিছুতা উন্নতি হয়েছে। শহর এবং শহরতলির জন্য জারি লাল সতর্কতা তুলে নেওয়া হয়েছে। মধ্য ও পশ্চিম উভয় লাইনেই স্বাভাবিক হয়েছে ট্রেন চলাচল। তবে নিচু এলাকায় জল জমে যাওয়ায় যান চলাচল ব্যাহত হচ্ছে। মুম্বই, থানে, রায়গড়, আলিবাগ এবং পানভেলের স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন।