কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ উত্তর পূর্বাঞ্চলীয় পরিষদ NEC-র ৭২-তম পূর্ণাঙ্গ বৈঠকে পৌরহিত্য করবেন।
ত্রিপুরার আগরতলায় এই বৈঠকে অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন উত্তর পূর্বাঞ্চলীয় উন্নয়ন দপ্তরের মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, ওই দপ্তরের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার এবং সমস্ত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যের রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীরা।
উল্লেখ্য, NEC-র এই বৈঠক শুরু হয়েছে গতকালই। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া গতসন্ধ্যায় আগরতলায় পৌঁছে সাংবাদিকদের বলেন, উত্তর পূর্বাঞ্চল দ্রুত উন্নয়নের এক নতুন ভিত্তি স্থাপন করবে। অদূর ভবিষ্যতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী ভাবনা অনুযায়ী এই অঞ্চলের বিকাশের গতি আরো ত্বরান্বিত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।