উত্তর-পশ্চিম তুরস্কের একটি স্কি রিসোর্টের হোটেলে অগ্নি কাণ্ডে মৃতের সংখ্যা ৭৬ ছাড়িয়েছে। আহত আরও প্রায় ৫০ জন। কর্তৃপক্ষ হোটেল থেকে প্রায় ২৩০ জন অতিথিকে সরিয়ে নিয়েছে।
রিসোর্টের মালিক সহ ৯ জনকে পুলিশ গ্রেপ্তার করেছে। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানিয়েছেন, কার্তালকায় পাহাড়ের চূড়ায় অবস্থিত 12 তলা বিশিষ্ট গ্র্যান্ড কার্টাল হোটেলের রেস্তোরাঁয় আগুনের সূত্রপাত।
সংবাদ মাধ্যমের খবরে প্রকাশ, আতঙ্কে হোটেল থেকে লাফিয়ে পড়ে অন্তত দুজনের মৃত্যু হয় । সতর্কতামূলক ব্যাবস্থা হিসাবে আশেপাশের অন্যান্য হোটেলগুলিকে খালি করা হয়েছে, অতিথিদের এলাকার অন্যান্য আবাসনে স্থানান্তরিত করা হয়েছে। তুরস্কের আইন ও বিচারমন্ত্রী ইলমাজ টুঙ্ক এই অগ্নিকাণ্ডের তদন্তের নেতৃত্ব দেওয়ার জন্য ছয়জন প্রসিকিউটর নিয়োগ করেছেন।