উত্তর দিনাজপুরের চোপড়ার সালিশী সভায় নির্যাতনের ছায়া এবার দক্ষিণ ২৪ পরগণার সোনারপুরে। সালিশি সভার নামে এক মহিলাকে বাড়িতে ডেকে শিকল দিয়ে বেঁধে অত্যাচারের অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী জামালউদ্দিন সরদারের বিরুদ্ধে। অন্যের জমি হাতিয়ে তিনি প্রাসাদোপম বাড়ি করেছেন বলেও অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। নির্যাতিতার পাশে দাঁড়িয়েছেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। তাঁকে কাছে পেয়ে আজ এলাকার মানুষ জামালের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। তাঁরা জানান, এলাকায় জমি কেনাবেচা থেকে দাম্পত্য কলহ, সবেতেই হস্তক্ষেপ করতেন জামাল। সোনারপুর থানার পুলিশের সঙ্গে তার দহরম মহরম থাকায় ভয় দেখিয়ে এলাকায় আধিপত্য কায়েম করেছিলেন জামাল।
অন্যদিকে সোনারপুর দক্ষিণের বিধায়ক লাভলী মৈত্রের দাবি, জামাল সরদার তৃণমূল কংগ্রেসের কেউ নয়। তার সঙ্গে দলের কোনো যোগ নেই।