উত্তরাখন্ডের চামোলি জেলার মানা গ্রামের কাছে আজ সকালের তুষারধসে চাপা পড়া শ্রমিকদের মধ্যে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে। সীমান্ত সড়ক সংগঠন, BRO-র কমান্ডার অঙ্কুর মহাজন আকাশবাণীকে এই খবর জানিয়ে বলেছেন, ITBP, BRO, NDRF, SDRF ও সেনাবাহিনী যৌথভাবে চাপা পড়ে থাকা বাকি শ্রমিকদের উদ্ধারের জন্য চেষ্টা চালাচ্ছে। তবে খারাপ আবহাওয়ার জন্য উদ্ধার কাজ বিঘ্নিত হচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, এই দুর্ঘটনা নিয়ে উত্তরাখন্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির সঙ্গে কথা বলেছেন এবং প্রয়োজনীয় সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রী সাংবাদিক দের বলেছেন, আটকে থাকা শ্রমিকদের নিরাপদে উদ্ধারকে সরকার অগ্রাধিকার দিচ্ছে। রাজ্যের মুখ্যমন্ত্রী দেরাদুনে জরুরী কন্ট্রোলরুমে উদ্ধারকাজের খোঁজখবর নিয়েছেন। তিনি বলেছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারের কাজ চালানো হচ্ছে। আগেই জানানো হয়েছে, আজ সকালে BRO র এই শ্রমিকরা সেনাবাহিনীর যাতায়াতের রাস্তা থেকে বরফ সরানোর সময়, ৫৭ জন শ্রমিক তুষারধসে চাপা পড়েন।
Site Admin | February 28, 2025 10:19 PM
উত্তরাখন্ডের চামোলি জেলার মানা গ্রামের কাছে আজ সকালের তুষারধসে চাপা পড়া শ্রমিকদের মধ্যে ৩২ জনকে উদ্ধার করা হয়েছে।
