উত্তরাখন্ডের কেদারনাথ ধাম এবং তার যাত্রাপথে ভূমিধ্বসে আটকে পড়া তীর্থযাত্রীদের উদ্ধারে আজ দ্বিতীয় দিনেও উদ্ধারকাজ চলছে। এখনো পর্যন্ত ৬ হাজার পুন্যার্থীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আকাশবানীর সংবাদদাতা জানিয়েছেন, ভারতীয় সেনার চিনুক এবং এম আই ১৭ হেলিকপ্টার সেখানে আটকে পড়া পর্যটকদের উদ্ধারে কাজ চালাচ্ছে। খারাপ আভাওয়ার জন্য আজ সকালে হেলিকপটার পরিষেবা ব্যহত হয়। জাতীয় ও রাজ্য বিপর্যয় মোকাবিলা দল যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। তবে পুন্যার্থীরা সকলের নিরাপদে রয়েছেন। প্রবল বৃষ্টি এবং ভূমিধ্বসের কারণে চারধাম যাত্রা বন্ধ রয়েছে। আবহাওয়া দপ্তর চামোলি এবং বাগেশ্বরের কিছু এলাকায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারী করেছে।
Site Admin | August 2, 2024 9:21 PM