উত্তরাখণ্ডে ৩৮-তম জাতীয় গেমসে চারবারের অলিম্পিয়ান দীপিকা কুমারী মহিলাদের ব্যক্তিগত রিকার্ভ ইভেন্টে সোনা জিতেছেন। ফাইনালে তিনি অংশিকা কুমারীকে ৬-৪-এ হারিয়ে দেন। পুরুষদের ব্যক্তিগত রিকার্ভে জুয়েল সরকার স্বর্ণ পদক পেয়েছেন। তিনি ৬-৪-এ হারিয়েছেন ইন্দ্র চাঁদ-কে। দলগত রিকার্ভ ইভেন্টে সুকমণি গজানন ও গাঁথা আনন্দ রাও খাড়কে স্বর্ণ পদক জয় করেছেন।
পুরুষদের দলগত ইভেন্টে সোনা জয় করেছেন, গোল্ডি মিশ্রা, শ্রেয় ভরদ্বাজ, বিষ্ণু চৌধুরী ও গুরুচরণ বেসরাকে নিয়ে গঠিত দল ।
মহিলাদের রিকার্ভে দলগত ইভেন্টে খেতাব জয় করেছেন, গাথা আনন্দ রাও খাড়কে, বৈষ্ণবী বাবারাও পাওয়ার, সর্বরী সোমনাথ শিন্ডে ও মুক্তা দীপক মোদগি-কে নিয়ে গঠিত দল । ফাইনালে তারা ৬-০ হারিয়েছেন দীপিকা কুমারিকা বারি, অঙ্কিতা ভকত ও তামান্না ভার্মাকে।
জাতীয় গেমসে আজ তীরন্দাজি প্রতিযোগিতা শেষ হতে চলেছে।
উল্লেখ্য, গত ২৮-শে জানুয়ারী শুরু হয় জাতীয় গেমস। চলবে ১৪-ই ফেব্রুয়ারী পর্যন্ত।