উত্তরাখণ্ডে আয়োজিত ন্যাশনাল গেমসে গতকাল বাংলা জিমন্যাস্টিক্সে একটি সোনা ও তিনটি রূপো পেয়েছে। আর্টিস্টিক জিমন্যাস্টিক্স এ বাংলার মেয়েরা স্বর্ণ পদক জয় করেছে। বাংলা দলে ছিলেন প্রণতি দাস, বিদিশা গায়েন , প্রতিষ্ঠা সামন্ত, ঋতু দাস এবং জিনিয়া দেবনাথ।
জিমন্যাস্টিক্স এ Acrobatic pair ইভেন্টে রিম্পা দেবনাথ ও স্নেহা দেবনাথ রূপো পেয়েছেন। মহিলাদের Trio ইভেন্টে প্রিয়ঙ্কা দেবনাথ, সঙ্গীতা বিশ্বাস, স্নেহা মন্ডল এবং অল রাউন্ড আর্টিস্টিক individual ইভেন্টে প্রণতি দাস রূপো জিতেছেন।