উত্তরাখণ্ডের পর গুজরাট হবে দেশের দ্বিতীয় রাজ্য, যেখানে অভিন্ন দেওয়ানীবিধি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। বিধানসভায় গুজরাটের আইনমন্ত্রী রুশিকেশ প্যাটেল বলেন, রাজ্যের প্রতিটি নাগরিক যাতে সমান ন্যায় বিচার পান, তা নিশ্চিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে, যা এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনাকে অনুসরণ করেছে। বিচারাধীন মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে রাজকোট, সুরাট ও ভাদোদরায় নতুন সালিশী ট্রাইব্যুনাল গঠন করা হবে,যেখানে পঞ্চায়েত ও পুরসভাগুলির মামলার নিষ্পত্তি করা হবে।
Site Admin | March 26, 2025 10:02 AM
উত্তরাখণ্ডের পর গুজরাট হবে দেশের দ্বিতীয় রাজ্য , যেখানে অভিন্ন দেওয়ানীবিধি কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে ।
