উত্তরাখণ্ডের চারধাম যাত্রার নিবন্ধন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে। এবছর নিবন্ধনের জন্য আধার-প্রমাণীকরণের ব্যবস্থা করা হচ্ছে। তীর্থযাত্রীদের সুবিধার জন্য মোট নিবন্ধনের ৬০ শতাংশই হবে অনলাইনে। প্রক্রিয়াটি সহজ করে তুলতে, হরিদ্বার এবং ঋষিকেশ সহ ভ্রমণ পথের বিভিন্ন জায়গায় নিবন্ধন কেন্দ্রের সংখ্যা বাড়ানো হবে। তীর্থযাত্রীরা www.registrationandtouristcare.uk.gov.in-এ অনলাইনে নিবন্ধন করতে পারবেন। ভক্তদের সুবিধার্থে, পর্যটন বিভাগ এই বছর যাত্রা শুরুর ৪০ দিন আগেই অনলাইন নিবন্ধন প্রক্রিয়া শুরু করল।
Site Admin | March 20, 2025 10:10 AM
উত্তরাখণ্ডের চারধাম যাত্রার নিবন্ধন প্রক্রিয়া আজ শুরু হচ্ছে
