উত্তরাখণ্ডের চামোলি জেলায় তুষার ধসের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮ হয়েছে। তিনজনের অবস্থা সংকটজনক। রবিবার যোশীমঠ আর্মি হাসপাতাল থেকে মেজর অমিত কুমার মিশ্র জানিয়েছেন যে পরিস্থিতির উপর নজর রাখা হচ্ছে।
আজ , মুখ্যমন্ত্রী পুস্কার সিং ধামি দেরাদুনে সাংবাদিকদের জানান, চিকিৎসাধীন ৪৬ জন এখন স্থিতিশীল। একজনকে ঋষিকেশ এইমসে রেফার করা হয়েছে। তুষার ধসের ঘটনায় আটকে পড়া ৫৪ জনের সকলকেই উদ্ধার করা হয়েছে।