মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

March 31, 2025 9:58 AM

printer

উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধামের পোর্টাল এ বছর ৩০ এপ্রিল খোলা হবে।

উত্তরাখণ্ডের গঙ্গোত্রী ধামের পোর্টাল এ বছর ৩০ এপ্রিল খোলা হবে। গতকাল মা গঙ্গার শীতকালীন বাসভবন মুখোয়ায়  শ্রী গঙ্গোত্রী মন্দির কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। একই দিনে খুলবে যমনোত্রী ধামের দরজাও।  

গঙ্গোত্রী মন্দির কমিটির সেক্রেটারি সুরেশ সেমওয়াল জানিয়েছেন, গঙ্গোত্রী ধামের দরজা ৩০ এপ্রিল সকাল সাড়ে দশটায় রোহিণী নক্ষত্রে অক্ষয় তৃতীয়ার শুভ উৎসবে ভক্তদের জন্য খুলে দেওয়া হবে। সেই সঙ্গে রাজ্যে চারধাম যাত্রা শুরু হবে। হিন্দু নববর্ষ ও চৈত্র শুক্লা প্রতিপদের প্রথম দিন রবিবার গঙ্গোত্রী ধামের দরজা খোলার শুভ সময় নির্ধারণ করা হয়েছে। তিনি জানান, আগামী ২৯ এপ্রিল দুপুর ১২টা নাগাদ গঙ্গোত্রী ধামের শীতকালীন বাসস্থান মুখোয়া গ্রাম থেকে ভৈরব মন্দিরে রাত্রিযাপন করবেন দেবী গঙ্গার পালকি। আগামী ৩০ এপ্রিল সকাল ৯টায় গঙ্গোত্রী ধামে পৌঁছবেন দেবী গঙ্গার পালকি। অক্ষয় তৃতীয়া উপলক্ষে ভক্তদের জন্য যমুনোত্রী ধামের দরজাও খুলে দেওয়া হবে। তবে ৬ এপ্রিল যমুনা জয়ন্তী উপলক্ষে দরজা খোলার শুভ সময় নির্ধারণ করা হবে। ২ মে কেদারনাথের দরজা এবং ৪ মে বদ্রীনাথ ধামের দরজা খোলা হবে।  

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন