উত্তরবঙ্গের পাহাড়ের চা বাগানগুলির শ্রমিকদের বোনাসের বিষয়ে আলোচনা করতে আগামী ৬ ই নভেম্বর কলকাতায় শ্রম দপ্তর, চা বাগান মালিকগুলির সংগঠন ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের মধ্যে ত্রি পাক্ষিক বৈঠক বসবে। চা বাগান গুলিতে কর্ম বিরতি চলায় রাজ্য সরকারের পক্ষ থেকে এই বৈঠকের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন শ্রমিক সংগঠন AICCTU র নেতা বাসুদেব বসু।
নর্থ জোনের অতিরিক্ত শ্রম কমিশনার শ্রমিক সংগঠন ও বাগান মালিক সংগঠনগুলোকে চিঠি দিয়ে বৈঠকের কথা জানান বলে খবর। উল্লেখ্য, শ্রমিক সংগঠনগুলি কুড়ি শতাংশ হারে বোনাসের দাবি করলেও মালিক পক্ষ স্পষ্ট জমিয়েছে ১৩% এর বেশি দেওয়া সম্ভব হবে না। এই নিয়ে গত ৩০ সে সেপ্টেম্বর পাহাড়ে ১২ ঘণ্টার বনধ পালিত হয়। রাজ্য সরকার ১৬ শতাংশ বোনাসের কথা জানালে তা খারিজ করে দেয় শ্রমিক সংগঠনগুলি। শুরু হয় কর্মবিরতি ও বাগান মালিক গুলোর বাংলো ঘেরাও। পরবর্তীতে কর্মবিরতি উঠে গেলেও গেটে গেটে বিক্ষোভ অবস্থান চালাতে থাকে।