মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 27, 2025 9:08 AM

printer

উত্তরপ্রদেশ সরকার, আজ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বর ‘যানবাহন মুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে।

উত্তর প্রদেশ সরকার আজ থেকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা চত্বর, ‘যানবাহন মুক্ত এলাকা’ হিসেবে ঘোষণা করেছে। আগামী ২৯শে জানুয়ারী মৌনী আমাবস্যা তিথিতে মেলায় বিপুল জনসমাগমের সম্ভাবনার কথা মাথায় রেখে সুষ্ঠু নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুসংহত নজরদারি কেন্দ্রগুলি ভিড়ের ওপর নজর রাখবে এবং সঙ্গমস্থলে যাতে কোনোভাবেই অত্যধিক ভিড় না হয়, সেদিকেও খেয়াল রাখবে। আপৎকালীন পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই ‘কুইক রেসপন্স টিম’ মোতায়েন করা হয়েছে।
বিভিন্ন উদ্যোগ এবং অনুষ্ঠানের মাধ্যমে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলা নারী ক্ষমতায়নের গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠেছে। আকাশবাণীর সংবাদদাতা জানাচ্ছেন, মেলা প্রাঙ্গণে বিভিন্ন সংগঠন এবং NGO-গুলি মহিলাদের তৈরী জিনিসের স্টল দিয়েছে। নারী অধিকারের বিভিন্ন দিক’ও তুলে ধরা হয়েছে সেখানে। জাতীয় মহিলা কমিশন-এর মঞ্চে মেয়েদের অধিকার রক্ষার বিষয়ে সচেতন করার প্রয়াস দেখা যাচ্ছে। এর পাশাপাশি স্থানীয় এবং গ্রামাঞ্চলের মেয়েরা হাতে তৈরী জিনিস, বস্ত্র সহ নানা সামগ্রী বিক্রি করছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন