উত্তরপ্রদেশের মহা কুম্ভ নগরে ১৩ই জানুয়ারি থেকে শুরু হবে মহাকুম্ভ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ মেলার প্রস্তুতি পর্যালোচনা করেন।
গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল–প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। বারো কিলোমিটার সঙ্গম এলাকার নদীর তীরে পুণ্য স্নানের ঘাট তৈরি হয়েছে। দেশ-বিদেশের ৪৫ কোটিরও বেশি পুণ্যার্থীর সমাবেশ ঘটবে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার কথা মনে রেখে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে নৌ পুলিশ ।
আকাশবাণীর কুম্ভবানি চ্যানেলটি আজ উত্তরপ্রদেশের প্রয়াগ রাজি চালু হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর সূচনা করবেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান।
মুখ্যমন্ত্রী কুম্ভ মঙ্গল ধুন-এরও সূচনা করবেন।
কুম্ভবাণী চ্যানেল আগামীকাল থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে রাত দশটা পাঁচ পর্যন্ত মহাকুম্ভের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। অমৃত স্নানের সরাসরি ভাষ্যও সম্প্রচারিত হবে।