মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 10, 2025 8:53 AM

printer

উত্তরপ্রদেশে ১৩ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে মহাকুম্ভ। আজ আকাশবাণীর কুম্ভবাণী চ্যানেলের সূচনা হবে।

উত্তরপ্রদেশের মহা কুম্ভ নগরে ১৩ই জানুয়ারি থেকে শুরু হবে মহাকুম্ভ। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ মেলার প্রস্তুতি পর্যালোচনা করেন।  

গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর মিলনস্থল–প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা চলবে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত। বারো কিলোমিটার সঙ্গম এলাকার নদীর তীরে পুণ্য স্নানের ঘাট তৈরি হয়েছে। দেশ-বিদেশের ৪৫ কোটিরও বেশি পুণ্যার্থীর সমাবেশ ঘটবে বলে মনে করা হচ্ছে। নিরাপত্তার কথা মনে রেখে ওয়াচ টাওয়ার বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে নৌ পুলিশ ।

আকাশবাণীর কুম্ভবানি চ্যানেলটি আজ উত্তরপ্রদেশের প্রয়াগ রাজি চালু হবে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এর সূচনা করবেন। অনুষ্ঠানে ভার্চুয়ালি উপস্থিত থাকবেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডক্টর এল মুরুগান।

মুখ্যমন্ত্রী কুম্ভ মঙ্গল ধুন-এরও সূচনা করবেন।

কুম্ভবাণী চ্যানেল আগামীকাল থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত সকাল পাঁচটা পঞ্চান্ন থেকে রাত দশটা পাঁচ পর্যন্ত মহাকুম্ভের বিভিন্ন অনুষ্ঠান সম্প্রচার করবে। অমৃত স্নানের সরাসরি ভাষ্যও সম্প্রচারিত হবে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন