উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ ২০২৫-এ মহাকু্ম্ভ মেলার লোগো প্রকাশ করেছেন। আজ প্রয়াগরাজে বিভিন্ন আখড়ার সন্ন্যাসীদের সঙ্গে এক বৈঠকে তিনি এই কুম্ভের প্রতীকটি প্রকাশ করেন। এই প্রতীকে অমৃত কলস থেকে সমুদ্রমন্থনের ছবি তুলে ধরা হয়েছে। ইউনেস্কো এই মেলাকে বিশ্বমানবের অমূল্য সাংস্কৃতিক ঐতিহ্য হিসাবে ঘোষণা করেছে। কিভাবে এই মহামেলার সুষ্ঠু আয়োজন করা হবে সে বিষয়েও তিনি আলোচনা করেন।
Site Admin | October 6, 2024 9:24 PM
উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ আজ ২০২৫-এ মহাকু্ম্ভ মেলার লোগো প্রকাশ করেছেন।
