মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 30, 2025 12:38 PM

printer

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনি অমাবস্যা উপলক্ষ্যে পদপিষ্ট হওয়ার ঘটনায় ৩০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬০ জন।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজের মহাকুম্ভে মৌনি অমাবস্যা উপলক্ষ্যে পদপিষ্ট হওয়ার ঘটনায় ৩০ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৬০ জন। এই ঘটনায় এই রাজ্যের বেশ কয়েকজন নিখোঁজ হয়েছেন বলে খবর। পূর্ব বর্ধমানের কাটোয়ার সুদপুরের বাসিন্দা আলপনা হালদারের কোন খোঁজ পাওয়া যাচ্ছে না বলে সরকারি সূত্রে জানা গিয়েছে। এদিকে এই ঘটনায় শিলিগুড়ির বাসিন্দা দীনেশ পন্ডিত সহ পাঁচজন আহত হয়েছেন। তাঁরা সকলেই ভালো আছেন।
মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। এক্স হ্যান্ডেলে এক পোস্টে তিনি বলেন, গঙ্গাসাগর মেলায় রাজ্য সরকার যেভাবে নজরদারি ও ব্যবস্থাপনা রাখে, কুম্ভেও এত বিশাল সংখ্যক মানুষের জমায়েতের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা দরকার ছিলো।
মহাকুম্ভের দুর্ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সঙ্গে প্রতিনিয়ত যোগাযোগ রাখছে রাজ্য সরকার। বাংলার কেউ সেখানে আটকে আছেন কিনা, দিল্লির রেসিডেন্ট কমিশনারকে সেবিষয়ে খোঁজ খবর নিতে বলা হয়েছে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়ার পর তিন সদস্যদের একটি কমিশন গঠন করা হয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন