উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনি অমাবস্যার অমৃত স্নানের সময় ভিড়ের চাপে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন পূণ্যার্থীর আহত হওয়ার খবর পাওয়া গেছে।
এব্যাপারে পর্যালোচনার জন্য রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের মহানির্দেশক একটি উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হয়েছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ এই ঘটনার প্রেক্ষিতে মহাকুম্ভে আগত পূণ্যার্থীদের তাড়াহুড়ো না করে নিকটতম গঙ্গার ঘাটে স্নান করার জন্য আবেদন জানিয়েছেন। তিনি বলেন, ব্যারিকেড টপকে ঘাটের দিকে যাওয়ার সময়েই কিছু মানুষ আহত হন। তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। সাংবাদিকদের কাছে তিনি জানিয়েছেন, মৌনি অমাবস্যার পূণ্যলগ্নে প্রায় দশ কোটি মানুষ স্নানের জন্য জমায়েত হয়েছেন। মানুষের কাছে গুজবে কান না দেওয়ার আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্য প্রশাসন সমস্ত পূণ্যার্থীদের নিরাপদে স্নানের জন্য সবরকম ব্যবস্থা নিয়েছে। বর্তমানে পরিস্থিতি সম্পুর্ণ নিয়ন্ত্রণে রয়েছে, তবে ভিড়ের চাপ অব্যাহত আছে। (বাইট – যোগী)
মুখ্যমন্ত্রী নিজে বিভিন্ন আখড়ার প্রধানদের সঙ্গে কথা বলেছেন। তাঁরা জানিয়েছেন, পূন্যার্থীরা স্নান সেরে ফিরে যাওয়ার পরই সাধু সন্তরা সঙ্গমে স্নান করবেন।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ্ ভিড়ের চাপে মহাকুম্ভে দুর্ঘটনা বিষয়ে খোঁজ খবর নিয়েছেন।
রাজ্যপাল আনন্দী বেন প্যাটেল এবং কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সভাপতি জে পি নাড্ডাও এ বিষয়ে খোঁজ নিয়েছেন।