মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 29, 2025 11:59 AM

printer

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনি অমাবস্যায় আজ সকাল ৮-টা পর্যন্ত ২ কোটি ৭৮ লক্ষ পুন্যার্থী অমৃতস্নান সেরেছেন। এদিকে, ভীড়ের মধ্যে হুড়োহুড়ি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মৌনি অমাবস্যায় অমৃত স্নানের জন্য বিপুল সংখ্যক পুন্যার্থী ভীড় জমিয়েছেন। আজ সকাল ৮-টা পর্যন্ত ২ কোটি ৭৮ লক্ষ পুন্যার্থী স্নান সেরেছেন। এদিকে, ভীড়ের মধ্যে হুড়োহুড়ি এড়াতে প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এক আবেদনবার্তায়, নিজেদের সুরক্ষায় ত্রিবেণী সঙ্গম ঘাটে যাওয়ার চেষ্টা না করে যে যেখানে আছেন, তার নিকটবর্তী ঘাটে স্নান সারার পরামর্শ দিয়েছেন। গভীর রাতে পদপিষ্ট হওয়ার মতো পরিস্হিতি তৈরি হলে কয়েকজন আহত হন। ঘটনার খোঁজখবর নিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ৩ বার রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে ফোনে কথা বলেছেন। আহতদের সবরকম সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। কিছুক্ষণের জন্য বন্ধ হয় যায় অমৃত স্নান। ভীড় সরিয়ে বেলা ১১-টা নাগাদ অমৃত স্নান শুরু হবে বলে মনে করা হচ্ছে।

 উল্লেখ্য, ধর্মীয় গুরুত্বের কারণে মৌনি অমাবশ্যার দিন অমৃত স্নানকে অত্যন্ত পবিত্র হিসেবে বিবেচনা করা হয়। গত ১৩-ই জানুয়ারী থেকে শুরু হওয়া এই মহাকুম্ভ মেলা বিশ্বের সর্ব বৃহৎ ধর্মীয় সমাবেশ হিসেবে চিহ্নিত হয়েছে। গত ১৪ তারিখ মকর সংক্রান্তির দিন প্রথম অমৃত স্নান হয়।  আগামী মাসের তিন তারিখ বসন্ত পঞ্চমী। ১২ তারিখ মাঘী পূর্ণিমা এবং ২৬ তারিখ মহা শিবরাত্রির দিন অমৃত স্নানের তিথি রয়েছে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন