মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

February 26, 2025 10:27 AM

printer

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আজ শিবরাত্রিতে শেষ অমৃত স্নান চলেছে।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় আজ শিবরাত্রিতে শেষ অমৃত স্নান চলেছে। ৪৫ দিনের এই মেলাও শেষ হচ্ছে আজই। পঞ্জিকা মতে সকাল ৯ টা ৪২ মিনিটের পর চতুর্দশী তিথি পড়লেও ভোর থেকেই শুরু হয়েছে বিশেষ পুজোপাঠ।ভোরের আলো ফোটার আগেই অসংখ্য পুণ্যার্থী ত্রিবেণী সংগম এবং গঙ্গার বিভিন্ন ঘাটে পুণ্যস্নান করছেন।

উল্লেখ্য,   গত ১৩ ই জানুয়ারি শুরু হওয়ার পর এই মহাকুম্ভ মেলায় এপর্যন্ত ৬৪ কোটি ৬০ লক্ষের বেশি পুণ্যার্থী অবগাহন করেছেন।

 এদিকে ভিড়  সামাল দিতে আজ মেলা এলাকা এবং কমিশনারেটকে নো ভেহিকল জোন ঘোষণা করা হয়েছে। মহাকুম্ভের ডিআইজি বৈভব কৃষ্ণ জানিয়েছেন, সমস্ত শিবালয় এবং বিভিন্ন স্নানের ঘাটেও পুলিশ মোতায়েন রয়েছে।

মহাকুম্ভের শেষ দিনে  অতিরিক্ত যাত্রী ভীড় সামাল দিতে রেল, উত্তর প্রদেশের প্রয়াগরাজ থেকে আজ সাড়ে তিনশোর বেশী ট্রেন চালাচ্ছে। মন্ত্রক সূত্রে জানা গেছে, মহা শিবরাত্রির স্নানের পর যাত্রীদের ফেরার সময় কোনোরকম অসুবিধা যাতে না হয়, সেজন্য একাধিক বন্দোবস্ত গ্রহণ করা হয়েছে। প্রয়াগরাজে প্রস্তুত রাখা হয়েছে অতিরিক্ত রেকও। গোটা ব্যবস্থাপনায়  নজরদারী চালাচ্ছেন স্বয়ং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো এবং রেলবোর্ডের চেয়ারম্যান সতীশ কুমার। বিভিন্ন স্টেশনে থাকছে চিকিৎসা ব্যবস্থাও।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন