উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ২০২৫ পৌষ পূর্ণিমার প্রথম অমৃতস্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছে। লক্ষ লক্ষ পুণ্যার্থী, তীর্থযাত্রী ও পর্যটক, গঙ্গা-যমুনা-সরস্বতী নদী- এই ত্রিবেণী সঙ্গমের বিভিন্ন ঘাটে পুণ্য স্থান করছেন। বিশ্বের অন্যতম বৃহত্তম মানব সমাবেশ, মহাকুম্ভ মেলা আগামী ২৬ফেব্রুয়ারি মহা শিবরাত্রি পর্যন্ত চলবে।
মেলাকে সবদিক থেকে নিরাপদ সুরক্ষিত ও স্মরণীয় করে রাখার জন্য সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এই উপলক্ষে এবার মহাকুম্ভ মেলায় নিরাপত্তা ও যাত্রী পরিবহণের সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার, এই মেলায় চল্লিশ কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় রেল কর্তৃপক্ষ পূণ্যার্থীদের নিরাপদে পৌঁছে দিতে দশ হাজারের ও বেশি ট্রেন চালাচ্ছে। উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহণ নিগম এই উপলক্ষে সাত হাজারের ও বেশী বিশেষ বাস চালাচ্ছে। ইতিমধ্যেই হাজার হাজার পুন্যার্থী মহাকুম্ভে অংশ নিতে প্রয়াগরাজে পৌঁছেছেন।