মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

January 13, 2025 12:13 PM

printer

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ২০২৫ পৌষ পূর্ণিমার প্রথম অমৃতস্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছে।

উত্তরপ্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা ২০২৫ পৌষ পূর্ণিমার প্রথম অমৃতস্নানের মধ্যে দিয়ে শুরু হয়েছে।  লক্ষ লক্ষ পুণ্যার্থী, তীর্থযাত্রী ও পর্যটক, গঙ্গা-যমুনা-সরস্বতী নদী- এই ত্রিবেণী সঙ্গমের বিভিন্ন ঘাটে পুণ্য স্থান করছেন। বিশ্বের অন্যতম বৃহত্তম মানব সমাবেশ, মহাকুম্ভ মেলা আগামী ২৬ফেব্রুয়ারি মহা শিবরাত্রি পর্যন্ত চলবে। 

মেলাকে সবদিক থেকে নিরাপদ সুরক্ষিত ও স্মরণীয় করে রাখার জন্য সরকার সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে। এই উপলক্ষে এবার মহাকুম্ভ মেলায় নিরাপত্তা ও যাত্রী পরিবহণের সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার, এই মেলায় চল্লিশ কোটিরও বেশি মানুষের সমাগম হবে বলে মনে করা হচ্ছে। ভারতীয় রেল  কর্তৃপক্ষ পূণ্যার্থীদের নিরাপদে পৌঁছে দিতে দশ হাজারের ও বেশি ট্রেন চালাচ্ছে। উত্তরপ্রদেশ রাজ্য সড়ক পরিবহণ নিগম এই উপলক্ষে সাত হাজারের ও বেশী বিশেষ বাস চালাচ্ছে। ইতিমধ্যেই হাজার হাজার পুন্যার্থী মহাকুম্ভে অংশ নিতে প্রয়াগরাজে পৌঁছেছেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন