মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

July 4, 2024 8:36 AM

printer

উইম্বলডন টেনিসে ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন জুটি, পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন।

  উইম্বলডন টেনিসে গতবারের চ্যাম্পিয়ান কার্লোস অ্যালকারাস, পুরুষদেরর সিঙ্গলসের তৃতীয় রাউন্ডে উঠেছেন। তৃতীয় বাছাই স্পেনের অ্যালকারাস, অস্ট্রেলিয়ার আলেকজান্ডার ভুকিচকে ৭/৬, ৬/২,৬/২ সেটে পরাজিত করেন। পরের রাউন্ডে অ্যালকারাস, আমেরিকার ফ্রান্সিস টিয়াফো-র মুখোমুখি হবেন।

  মহিলাদের সিঙ্গলসে জাপানের নাওমি ওসাকা, প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছেন। তিনি আমেরিকার এমা নাভারোর কাছে ৬/৪, ৬/১ সেটে হেরে যান। ২০১৯-এর পর এ’বছর ওসাকা আবার উইম্বলডনে নেমেছিলেন।

 মিক্সড ডাবলসে ব্রিটিস জুটি অ্যান্ডি মারে এবং এমা রাডুকানু, ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়েছেন। সম্প্রতি অ্যান্ডি মারে ফিটনেসের কারণ দেখিত্যে পুরুষদের সিঙ্গলস থেকে নাম প্রত্যাহার করে নেন। আগামীকাল দ্বিতীয় রাউন্ডে তারা মার্সেলো আরেভালো এবং চিনের ঝ্যাং সোওয়াই জুটির মুখোমুখি হবেন।  

  ভারতের রোহন বোপান্না এবং অস্ট্রেলিয়ার ম্যাথু এবডেন জুটি, পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছে। গতকাল প্রথম রাউন্ডে তারা স্যান্ডার আরেন্টস্‌ এবং রবিন হাসি জুটিকে ৭/৫, ৬/৪ সেটে পরাজিত করেন। তবে, ভারতের সুমিত নাগাল এবং সার্বিয়ার দুশান লাজোভিচ জুটি, প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন। তারা স্পেনের পেড্রো মার্টিনেজ এবং জাওমে মুনার জুটির কাছে স্ট্রেট সেটে হেরে যান।

 আজ পুরুষদের ডাবলসে ইউকি ভামরি ও আলবানো ওলিভেত্তি জুটি কাজাকস্থানের আলেকজান্ডার বুবলিক এবং আলেলজান্ডার শেভচেংপো-র মুখোমুখি হবেন। এন শ্রীরাম বালাজি এবং তাঁর ব্রিটিশ জুটি লিউক জনসন, গতবারের বিজয়ী ক্রোয়েশিয়ার মেট পাভিচ ও মার্সেলো আরেভালো-র মুখোমুখি হবেন।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন