মোবাইল অ্যাপ ডাউনলোড করুন

android apple
signal

April 16, 2025 9:21 AM

printer

ঈয়শ বীর সিংহ ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের জাভেলিন থ্রো বিভাগে খেতাব জিতেছেন।

ঈয়শ বীর সিংহ ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় পুরুষদের জাভেলিন থ্রো বিভাগে খেতাব জিতেছেন। চেন্নাইতে গতকাল এই প্রতিযোগিতায় এশিয়ান গেমস রূপো জয়ী কিশোর জেনাকে স্বল্প ব্যাবধানে পরাজিত করেন তিনি।পঞ্ছম বারের প্রচেষ্টায় তিনি ৭৭ দশমিক ৪/৯ মিটার দূরত্বে বর্শা নিক্ষেপ করেন। জেনা লাভ করেন দ্বিতীয় স্থান।
ইন্ডিয়ান ওপেন অ্যাথলেটিক্সের পরবর্তী লেগের খেলাগুলি হবে চেন্নাইতে আগামী সোমবার ২১শে এপ্রিল থেকে।
উল্লেখ্য, ঈয়শ ও জেনা দুজনেই এশিয়ান চ্যাম্পিয়নশিপে খেলার জন্য আগেই নির্বাচিত হয়েছেন। এই টুর্নামেন্ট হবে আগামীমাসে কোরিয়ার গুমি তে।

সবচেয়ে বেশি পঠিত

সব দেখুন