ইসলামাবাদে অনুষ্ঠিত হতে চলা সাংহাই সহযোগিতা সংগঠন এস সি ও-র শীর্ষ সম্মেলনে পাকিস্তানের সঙ্গে কোনরকম দ্বিপাক্ষিক আলোচনায় ভারত বসবে না বলে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন। নতুন দিল্লিতে আজ আই সি সেন্টার ফর গভর্নেন্স আয়োজিত সু-শাসন বিষয়ক এক আলোচনায় যোগ দেবার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, কেবল মাত্র বহুপাক্ষিক আলোচনায় যোগ দিতেই তাঁর ইসলামাবাদ সফর ।
ডক্টর জয়শঙ্কর বলেন, দক্ষিণ এশীয়ার অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন সংগঠন সার্ক-এর একটি সদস্য দেশ সীমান্ত সন্ত্রাসে জড়িত থাকায় এই সংগঠনের কাজ ব্যাহত হচ্ছে।
উল্লেখ্য, আগামী ১৫ এবং ১৬- অক্টোবর পাকিস্তানের ইসলামাবাদে এস সি ও-র সদস্য দেশগুলির বৈঠক রয়েছে। এতে যোগ দিতে বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সেদেশ যাচ্ছেন।