ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা- ইসরো, স্প্যাডেক্স মিশন লঞ্চের জন্য সর্বতোভাবে প্রস্তুত। আজ রাতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে PSLV-C60 রকেটের মাধ্যমে দুটি কৃত্রিম উপগ্রহ মহাকাশে উতক্ষেপন করবে। স্পেস ডকিং পরীক্ষার উদ্দেশ্যেই ইসরোর এই অভিযান। মহাশূন্যে তীব্র গতিতে ঘূর্ণায়মান দু’টি বস্তুকে কাছাকাছি এনে জুড়ে দেওয়াকেই বিজ্ঞানের পরিভাষায় বলা হয় ‘ডকিং’। সেই কাজটাই করতে চলেছে ইসরো। পরীক্ষা সফল হলে ফের ওই দুই উপগ্রহকে আলাদা করা হবে। একে ‘আনডকিং’ বলে চিহ্নিত করেছেন মহাকাশ বিজ্ঞানীরা।
উপগ্রহ দুটির একটি এসডিএক্স 01, যার নাম দেওয়া হয়েছে চেজার এবং অন্যটি হল এসডিএক্স 02, এর নাম টার্গেট। উৎক্ষেপণের 66 দিনের মধ্যে এই উপগ্রহ দুটিকে ৪৭০ কিলোমিটার বৃত্তাকার কক্ষপথে স্থাপন করা হবে। ১০ থেকে ২০ কিলোমিটার দূরত্বে একই কক্ষপথে স্থাপন করা হবে তাদের।
মার্কিন যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং চীনের পর ভারত হবে চতুর্থ রাষ্ট্র যে মহাকাশে দুটি কৃত্রিম উপগ্রহের ডকিং-আনডকিং অর্থাত্ যুক্ত এবং পৃথক হওয়ার পদ্ধতিটি সম্পন্ন করতে পারবে। ভবিষ্যতে চাঁদ থেকে পাথর ও মাটি নিয়ে আসা এবং মহাকাশে ভারতীয় অন্তরীক্ষ স্টেশন গড়ে তোলার মত বিভিন্ন পরিকল্পনার বাস্তবায়নে এই উত্ক্ষেপন সহায়ক হবে।