ভারতীয় মহাকাশ গবেষণা সংগঠন ইসরো আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে বিকেল ৪টে ১২ মিনিটে PSLV – C59/ Proba 3 মিশনের উতক্ষেপন করবে। ইউরোপীয় মহাকাশ সংস্থার প্রোবা থ্রী উপগ্রহগুলিকে উপবৃত্তাকার কক্ষে স্থাপন করবে PSLV C 59। নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেড নামক ইসরোর নতুন বানিজ্যিক শাখা, ইউরোপীয় মহাকাশ সংস্থার কাছ থেকে এই কাজের বরাত পেয়েছে। কক্ষপথে পৌঁছানোর পর প্রোবা থ্রী দু ভাগে ভাগ হয়ে যাবে। সূর্যের করোনা এবং এর পারিপার্শ্বিক পরিবেশ, মহাকাশের আবহাওয়া এবং সৌর ঝড়ের বিষয়ে গবেষনা চালাবে এই স্যাটেলাইট। এই উৎক্ষেপণ গতকাল হবার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটির কারণে তা সম্ভব হয় নি।
Site Admin | December 5, 2024 10:55 AM